কাকে বলব আমি মহাদেব সাহা।বাংলা কবিতা।bangla kobita



কাকে বলব 

আমি মহাদেব সাহা।বাংলা কবিতা।bangla kobita

পৃথিবীতে এত অন্ধকার, আমি কাকে বলব,

জাতিসংঘের শাদা দেয়াল আরও ধূসর হয়ে যায়,

পিস মিশনগুলাে ঢেকে যেতে থাকে বরফে

পৃথিবীর সব প্রাচীন বিদ্যাপীঠ এক সাথে

ছুটি ঘােষণা করে।

কেউ কিছুই বলে না;

আমি কাকে বলব, পৃথিবীজুড়ে এই যে রক্তস্রোত

বুদ্ধের বাণী, যিশুর শিক্ষা, কিছুই মনে রাখে না মানুষ,

তার স্বপ্ন আর ভালােবাসার টাইটানিক

কেবলই আটলান্টিকে ডুবে যায়,

এত রক্ত, কেউ কিছুই বলে না;

আমি কাকে বলব, পৃথিবীতে এত অন্ধকার,

রাষ্ট্রনায়কেরা সব শীর্ষ বৈঠকে ব্যস্ত, সবখানে শুধু

বাণিজ্য মেলার উদ্বোধনী

চিত্রশালা আর কলা ভবনগুলােতে শতবর্ষের শৈত্যপ্রবাহ,

পৃথিবীজুড়ে এত অন্ধকার, আমি কাকে বলব?

আমি কাকে বলব, আজ পৃথিবীর এই যে

সহস্র বর্ষের সূর্যাস্ত

এই যে অনন্ত অন্ধকার ঋতু, এই যে

অনিঃশেষ রক্তস্রোত,

এই যে চে-র রক্তে লাল হয়ে-যাওয়া বলিভিয়ার।

অরণ্য, কিউবার আকাশ,

কাকে বলব পৃথিবীজুড়ে এত মৃত্যুহ্রদ, এত বধ্যভূমি,

এত হিংসাকূপ?

চিলির সবুজ শস্যখেত, বসরাই গােলাপের বন,

নীলনদের উত্তাল জলধারা।

লক্ষ লক্ষ অনাহারি শিশুর চিৎকার, বধূর শােকাশ্রু,

শত সহস্র মানুষের কান্নার রােল।

কাকে বলব, গঁগার ভাস্কর্য, রবীন্দ্রনাথের কবিতা;

জাতিসংঘ নিরুত্তর, সভ্যতা নির্বাক

বিবেক নামক শ্বেতপদ্মটি কোটি কোটি বছরের তুষারম্ভূপের

নিচে চাপা পড়ে আছে,

পৃথিবীজুড়ে এত অন্ধকার, আমি কাকে বলব?


0 Comments