মা

আমজাদ হোসাইন (দাদাজী) 


মাগো তোমার শুভ ইচ্ছায় দেখিলাম ভুবন,

শপথ নিলাম তব ইচ্ছা করিব পূরন।

তুমি যে আমার মা জননী,

আমি যে তোমার সোনামনি।

তোমার মত দরদী নাই কেহ আপন।

শপথ নিলাম তব ইচ্ছা করিব পূরন। 

আমার জীবনে তোমারই মায়া,

সুখেরই স্বপন,তোমারই ছায়া,

তোমারই পরশে মা গো ধন্য আমার জীবন। 

শপথ নিলাম তব ইচ্ছা করিব পূরন। 

তুমি আমার আঁধারের আলো,

তুমি মা গো বাস যে ভালো,

তোমার আদর মোর জীবনে রবির কিরণ,

শপথ নিলাম তব ইচ্ছা করিব পূরন। 

যেথায়-যেখানে থাকি,

তেমায় মনে রাখি,

মা বলে ডাকিলে দুঃখ হয় নিবারন,

শপথ নিলাম তব ইচ্ছা করিব পূরন।



tags: mothers day poem

Ma niye caption 

Ma niye kobita

মা নিয়ে কবিতা

মায়ের ভালোবাসা

মা দিবসের স্টাটাস

মায়ের ভালোবাসা

 মা নিয়ে ফেসবুক স্ট্যাটাস  

মা নিয়ে ছবির ক্যাপশন

বাংলা কবিতা simiflex.com tahira tasrin mithila

Simiflex tahira, status fb captio,, bangla golpo