Title: I want to eat your pancreas. 

Genre: Drama, romance.


I want to eat your pancreas একটি anime movie যা একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয় যার নাম "Let me eat your pancreas"। উপন্যাসটির লেখক Yoru Sumino এবং উপন্যাসটি ২০১৪ সালে Shosetsuka ni naro নামক সাইটে প্রকাশিত হয়। এই উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করেই Shinichiro Ushijima এর পরিচালনায় এবং Keiji Mita এর প্রযোজনায় ২০১৮ সালের ১ সেপ্টেম্বর I want to eat your pancreas মুভিটি মুক্তি পায়। মুভিটির সময়কাল ১ঘন্টা ৪৯মিনিট। মুভিটির IMDb রেটিং ৭.৯/১০, Myanimelist রেটিং ৮.৬/১০ এবং Letterboxd রেটিং ৩.৬/৫। মুভিটি বিশ্বব্যাপী ৩৩,৭৪৮,০০৬ মার্কিন ডলার কামাই করে।


মুভিটির মূল চরিত্র Haruki Shiga যে একজন হাইস্কুল ছাত্র। সে মুলত খুবই শান্ত স্বভাবের ছেলে। সে সবসময় একা থাকে তাই তার কোন বন্ধুও নেই। অপরদিকে মুভির বিপরীত চরিত্র Sakura Yamauchi যে একজন হাইস্কুল ছাত্রী। সে খুবই চঞ্চল, প্রফুল্ল, হাসিখুশি মেয়ে। সে নিজের জীবনকে উপভোগ করতে পারে। তারা দুজনেই একই স্কুলে, একই ক্লাসে পড়াশোনা করে। কিন্তু তাদের দুইজনের স্বভাব একেবারেই আলাদা। তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত থেকেই মুভির কাহিনী।


মুভির মূল চরিত্র Haruki একদিন কোন কারণে হাসপাতালে যায়। ঘটনাক্রমে সে সেখানের বিশ্রামাগারে একটি ডায়রি খুঁজে পায় যার নাম ছিলো 'Living with dying'। মূলত ডায়রিটি Sakura এর ছিলো। আর সেই ডায়রিটি পড়ে Haruki জানতে পারে Sakura অগ্ন্যাশয়ের রোগে ভুগছে। Sakura এর অগ্ন্যাশয় কাজ করা বন্ধ করে দিয়েছে আর এখন তার কাছে মোটামুটি ২বছর এর মতো সময় আছে। ঠিক সেই মুহুর্তে Sakura সেখানা এসে উপস্থিত হয়। সে বুঝতে পারে যে Haruki সব জেনে গেছে। তখন সে তাকে সব খুলে বলে আর তাকে বলে সে যেন তার ক্লাসের আর কাউকে এই কথা না জানায়। সেখানেই তাদের পরিচয়। কিন্তু Sakura কে Haruki প্রথমদিকে তেমন পাত্তা দিতো না। একদিন Sakura Haruki কে অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য। Sakura যাওয়ার আগে তার শেষ ইচ্ছেগুলো পূরণ করতে চায়। তাই সে চায় Haruki যেন তাকে সাহায্য করে। প্রথমে অনিচ্ছা থাকলেও পরে Haruki রাজি হয়ে যায়। তখন তারা একে একে Sakura এর ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করতে থাকে। 


ঘটনাক্রমে তারা দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। Sakura Haruki কে পছন্দ করা শুরু করে। একসময় সে বুঝতে পারে যে Haruki এর কোন বন্ধু নেই তার কারণ সে সবসময় একা থাকে, কারো সাথে কথা বলে না। তাই সে ঠিক করে যাওয়ার আগে সে Haruki কে বন্ধুত্ব গড়া শিখিয়ে যাবে। সে প্রায় প্রতিনিয়ত Haruki এর সাথে বাইরে ঘুরতে যায়। Haruki কে পরিবর্তন করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক মজা করে। এভাবে মুভির কাহিনী চলতে থাকে। 


I want to eat your pancreas ভক্তদের কাছে বহুল আলোচিত জনপ্রিয় একটি মুভি। মুভিটির কাহিনী, পারিপার্শ্বিকতা, চরিত্র, উপস্থাপনা সবকিছুই ভক্তদের মন ছুঁয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটি ভক্তদের হৃদয়কে স্পর্শ করে তা হলো মুভিটির সমাপ্তি। একটি অপ্রত্যাশিত এবং হৃদয়বিদারক সমাপ্তি রয়েছে মুভিটির। যা অসংখ্য ভক্তকে কাঁদিয়েছে। বন্ধুত্ব এবং ভালোবাসার নিখুঁত মেলবন্ধন, নিজের জীবনের কথা না ভেবে একজন মেয়ের নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ভাবা, আর একজন ছেলের তার ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট এইসব কিছু তুলে ধরা হয়েছে মুভিটিতে। 


অনেকেই মুভিটির নাম শুনেই একে এড়িয়ে চলে যেতে পারে। এটা স্বাভাবিক কারণ I want to eat your pancreas এর অর্থ দাড়ায় 'আমি তোমার অগ্ন্যাশয় খেতে চাই' যা সত্যিই একটি উদ্ভট নাম। কিন্তু কথায় আছে 'Never judge a book by its cover'। যারা মুভিটি দেখেছেন তারাই বলতে পারবেন মুভিটির নাম এমন কেন দেয়া হয়েছে। নামটি অনেক গভীর অর্থ বহন করে। তাই ভক্তরা মুভিটিকে এতো ভালোবাসে। আর ব্যক্তিগত মতামত দিলে এটি আমার প্রিয় মুভিগুলোর মধ্যে একটি।


Author: Afnanul Smoron 

 

 tags: bangla kobita, bangla golpo ,kobita , golpo , notun golpo, fb status

fb caption ,fb captions bangla, bangla fb status ,FB status about life bangla

best caption bangla romantic bangla kobita,বাংলা কবিতা, বাংলা কবিতা স্ট্যাটাস , ভালো বাংলা কবিতা ,বাংলা রোমান্টিক কবিতার লাইন ,প্রেমের কবিতা ,আধুনিক প্রেমের কবিতা,

bangla golpo romantic ,বাংলা প্রেমের কবিতা ,ফুল নিয়ে প্রেমের কবিতা ,প্রথম দেখা প্রেমের কবিতা

 Mujib borsho