আকাঙ্খা।তাহির তাসরিন। romantic bangla kobita

 

তাহিরা তাসরিন মিথিলা

আমি কি হতে পারি,
সেই বৃষ্টি, যা ভিজিয়ে দেয় শুধু তোমার মন?

আমি কি হতে পারি,
সেই বাতাস,যা ছুঁয়ে যায় শুধু তোমার অন্তর? 
আমি কি হতে পারি, 
সেই ঢেউ,যা আছড়ে পরে শুধু তোমার বুকে?
হতে পারি কি 
সেই রঙ,যা রাঙাবে শুধুই তোমাকে?
হতে পারি কি, 
সেই ঘুড়ি,যা উড়বে শুধুই তোমার আকাশে
New Bangla kobita 
হতে পারি কি 
আমি শুধুই তোমার?
আমি কি তোমায় ভালোবাসতে পারি;যা কখনও ধার ধারবে না কোনো সীমানার?
Bangla kobita

0 Comments